সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

মাশরিক আহমেদ ইফাজ, মুন্সীগঞ্জঃ- মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৯ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকাবের স্পিডবোটে চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১ নভেম্বর) মধ্যে রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনার পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলো। এই ঘটনার ৫ দিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজারনামিও ৮ জন ও অজ্ঞাত ৭ জনের নামে মামলা করেন।

এই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে রাত সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে এটি হত্যা না/দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।

তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারিনি। আশাকরি টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park