সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যাকারীদের গ্রেপ্তারে দাবিতে শহরে অবরোধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

মাশরিক আহমেদ ইফাজ, মুন্সীগঞ্জঃ- মুন্সীগঞ্জে যুবদলের আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন এবং পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নারী-পুরুষ।

এই সময় বেলা ১১টা পর্যন্ত প্রায় ঘণ্টা জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল বিঘ্নিত হয়, সৃষ্টি হয় যানজট।

বিক্ষোভকারীরা জানিয়েছে, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দেয় তারা।

নিহত যুবদল নেতা শান্তের স্ত্রী শান্তা ইসলাম বলেন, এ হত্যাকারীদের আটকে জেলা বিএনপির নেতারা এগিয়ে না এলে তিনি ও তার পরিবার বিএনপিকে বয়কট করবে।

গত ১ নভেম্বর আবু ইলিয়াস শান্ত জখম অবস্থায় হাসপাতালে মারা যান। রাতে স্পিডবোট দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির কথা বলা হলেও পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park