সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

উত্তরপ্রদেশে কালীপুজোর রাতে ভাইবোনকে বলি

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ভারত প্রতিনিধিঃ- কালীপুজোর রাতে নরবলি ! অমাবস‍্যার আঁধারে ২ শিশুকে বলি দিয়ে উৎসর্গ করতে পারলেই মিলবে তন্ত্র সাধনার সাফল্য। মনে করা হচ্ছে, এই কারণেই তান্ত্রিকের হাতে প্রাণ দিতে হল উত্তরপ্রদেশের ২ ভাইবোনকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ এলাকায়। পুলিশ সুপার ( গ্রামীণ) সাগর জৈন জানিয়েছেন, বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) সন্ধ‍্যায় গ্রামের বাইরে শ্মশান এলাকায় একটি মন্দিরে ঠাকুর দেখতে গিয়েছিল দেব(১১) নামে বালক।

তার সঙ্গে যায় তুতো বোন মাহি (৯) ও। অনেক রাত হয়ে যাওয়ার পরে ও ২ জনে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পুলিশের দ্বারস্থ হয় বাচ্চা ২টির পরিবার। পুলিশ ও পরিবারের সদস্যরা গোটা গ্রাম ও আশপাশের এলাকা তন্নতন্ন করে খুঁজেও কারও কোনও সন্ধান পায়নি। এরপর হঠাৎই গ্রামের এক যুবকের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় দেবের দেহ। সেখান থেকে কয়েক পা দূরে একটি খাদের ভিতর থেকে উদ্ধার হয় মাহির দেহ।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। দেখা যায় ২ জনেরই শরীরে বেশ কয়েকটি হাড়গোড় ভেঙে গিয়েছে। তাদের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ ও হয়। যদিও পুলিশের একাংশের দাবি, গাড়িতে ধাক্কা লেগেও ২ ভাইবোনের মৃত্যু হতে পারে। কিন্তু সেই দাবি মানতে নারাজ মৃত ২ শিশুর আত্মীয়স্বজনরা।

দেবের পরিবার স্থানীয় শ্মশানের তান্ত্রিকদের দিকেই আঙুল তুলেছে। তাদের অভিযোগ, ওই মন্দির সংলগ্ন শ্মশানে অমাবস‍্যা নিশিতে তন্ত্রসাধনা করেন কয়েকজন তান্ত্রিক। তাঁরাই এর বলির উদ্দেশ্যে একলা মন্দিরের যাওয়া ২ ভাইবোনকে হত্যা করেছেন। অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে গ্রামবাসীরা শিশু ২টি দেহ নিয়ে দেওবন্দ- নানোটি সড়ক অবরোধ করেন। পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ার পর উঠে যায় অবরোধ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park