সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে পাঁচখাইন হরগৌরী সংঘের ৫০ বছর পূর্তিতে শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

স.ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- চট্টগ্রামের দক্ষিণ রাউজান পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘের উদ্যোগে ৩০,৩১ অক্টোবর ও ১,২নভেম্বর বুধ,বৃহস্পতি,শুক্র ও শনিবার ৪ দিনব্যাপী চট্টগ্রামের রাউজান উপজেলা দক্ষিণের অন্তর্গত পাঁচখাইন হরগৌরী সংঘের ৫০ তম বর্ষপূর্তি,বার্ষিক শ্রীশ্রীশ্যামা পূজা,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী হরিনামযজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন বর্ণাঢ্য মাঙ্গলিক অনুষ্ঠান সূচীর মধ্যে দিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।

পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘের কার্যকরী কমিটির উপদেষ্টা ডাঃ রাষ্টন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাতৃতত্ত্ব পরিবেশন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ধর্মতত্ত্ববিদ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।

মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ধর্মতত্ত্ববিদ্ শ্রী দুলাল দেবনাথ, ধর্মীয় আলোচক উত্তম চক্রর্বত্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুবের্দ চিকিৎসক বটন কুমার নাথ। পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘের সভাপতি পিপলু দেবনাথ ও সমাজকর্মী সজল দেবনাথের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সাধারণ সম্পাদক সুমন দেবনাথ মানবাধিকার কর্মী বিজয় কৃষ্ণ শীল,ডাঃ রতন দেবনাথ, অর্থ সম্পাদক কাজল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সমদ্রি দেবনাথ,প্রচার সম্পাদক সুবল দেবনাথ, গোবিন্দ দেবনাথ,সেতু দেবনাথ প্রমুখ।
উক্ত মহতী ধর্মীয় সভায় দূর দূরান্ত হতে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park