সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলের মধুপুরে ক্লিনিক ও ফার্মেসীতে ৬০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার পঠিত

আঃ হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্য খাতে নৈরাজ্য ও অনিয়মের দায়ে গ্রামীন সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১নভেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।জানা যায়, স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম ও নৈরাজ্য বন্ধে মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে আজ দুপুরে মধুপুর হাসপাতাল রোডের গ্রামীন সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৫০হাজার এবং হাসপাতাল সংলগ্ন সেবা ফার্মেসীর মালিক মোঃ ফরিদকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপ্লে করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান ও স্যানেটারী ইনস্পেক্টর বিলকিস বেগম। সহযোগিতায় ছিলেন মধুপুর থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনিয়ম নৈরাজ্য বন্ধের জন্য এ অভিযান করা হয়েছে। মানুষ যাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা পায় সে জন্য এ অভিযান করা হয়। মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, মধুপুরে স্বাস্থ্য খাতে অনিয়ম নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়ম ও নৈরাজ্যের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park