সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জের পুলিশ লাইন্সে কনস্টেবল টিআরসি নিয়োগ ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত

মোঃ ইউসুফ মোল্লা, মুন্সীগঞ্জঃ- মুন্সীগঞ্জের জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।।

(৩১ অক্টোবর)সোমবার বিকাল ১৬:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ০১, ০২ ও ০৩ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং-এ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।

নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বগুড়া, জনাব মো. শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এনসিবি) পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দিন মহোদয়গন।

❝পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।❞

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park