সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সাথে অনলাইন রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও জরুরী আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২ বার পঠিত

মোঃ রুবেল আহমদ, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় কর্মরত উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আজ ১৫ অক্টোবর বিকাল ২ টায়।

তখন জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল আহমদ সহ সংগঠনের সকল সাংবাদিকদের মাধ্যমে নবনির্বাচিত পূণাঙ্গ কমিটির তালিকা প্রদান এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন , উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া, ও ভূমি কর্মকতা ফারজানা আক্তার লাবনী এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ইউসুফুর রহমান, সহ সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,অর্থ সম্পাদক রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাছির আহমদ, সদস্য আহমেদ রুবেল।

ইউএনও উম্মে সালিক রুমাইয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগন যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানী না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো।

ভূমি কর্মকর্তা ফারজানা লাবনী বলেন,
আমি যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে আসছি। ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিক কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারী রাখা হয়ে থাকে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

গণমাধ্যমকর্মীদের কাছে আমার দাবি থাকবে, আমার চলার পথে কোন ভূল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি সকলের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park