সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন শহীদুল ইসলাম খান বাবুল

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫ বার পঠিত

মজিবুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ- ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা শহিদুল ইসলাম খান বাবুল।

শুক্রবার ১১ই অক্টোবর রাতে সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে শহিদুল ইসলাম খান বাবুল বলেন আমরা সবাই স্বাধীন দেশের মানুষ ও স্বাধীনভাবে বেঁচে থাকা প্রত্যেকটা নাগরিকের ঈমানী দায়িত্ব।পূজা মন্ডপ গুলোতে কোন প্রকার অপীতিকার ঘটনা ঘটার আশংকা নাই।যদি কোন অনৈতিক কাজ বা বিশৃঙ্খলা ঘটে তাহলে তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য পূজা উদযাপন কমিটিকে পরামর্শ দেন।

পূজা মন্ডপ গুলোতে যেকোনো ধরনের সমস্যা বা বিশৃংখার সৃষ্টি হলে বিএনপির নেতা কর্মীরা সার্বিক সহযোগিতা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলনের দেশে কোন প্রকার বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। শহিদুল ইসলাম বাবুল আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সর্ববৃহৎ রাজনীতিক দল। এ সময় তিনি নেতা কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ইয়াদ ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব ঘোষ সালথা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমজিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতা নেতাকর্মী বৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park