সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে প্রতি শহিদ পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান জামায়াতের

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পঠিত

হুজাইফা ইজরা, মুন্সীগঞ্জঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ জেলা সদর উপজেলার প্রত্যেক শহীদের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। শহিদ পরিবারগুলো হলো মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের উপকন্ঠে উত্তর ইসলামপুর নিবাসী মরহুম কাজী মতিন ফরাজির ছেলে শহিদ রিয়াজুল (৩৮) ফরাজি, একই গ্রামের আলী আকবার মোল্লার ছেলে শহিদ সজল (৩০), একই গ্রামের রিয়াজুল সরদারের ছেলে নূর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (১৯), মিরকাদিম পৌরসভার ডিপটি বাড়ির আনিসুর রহমান চৌধুরীর ছেলে শারিক চৌধুরীর মানিক এবং রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামের সুলতান শেখের ছেলে ফরিদ শেখ। এসব পরিবারের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে প্রত্যেকের বাসায় গিয়ে এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস, জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা ফখর উদ্দিন রাজি, মুন্সীগঞ্জ জেলা বাইতুল মাল সেক্রেটারি আক্তার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য আ: মালেক, আহাসান উল্লাহ মণ্ডল, মাওলানা মোখছেদুর রহমান, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, সেক্রেটারি মো: উজ্জাল হোসেন শেখ। এসময় জামায়াতে ইসলামীও ইসলামী ছাত্র শিবেরের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির প্রত্যেক পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন। তিনি বলেন, এখন থেকে আপনারা আমাদের পরিবারের সদস্য আপনাদের যেকোনো সমস্যাই আমরা আপনাদের পাশে আছি এবং যেকোনো মূল্যে এ খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ জেলা সদর উপজেলার প্রত্যেক শহীদের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। শহিদ পরিবারগুলো হলো মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের উপকন্ঠে উত্তর ইসলামপুর নিবাসী মরহুম কাজী মতিন ফরাজির ছেলে শহিদ রিয়াজুল (৩৮) ফরাজি, একই গ্রামের আলী আকবার মোল্লার ছেলে শহিদ সজল (৩০), একই গ্রামের রিয়াজুল সরদারের ছেলে নূর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (১৯), মিরকাদিম পৌরসভার ডিপটি বাড়ির আনিসুর রহমান চৌধুরীর ছেলে শারিক চৌধুরীর মানিক এবং রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামের সুলতান শেখের ছেলে ফরিদ শেখ। এসব পরিবারের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে প্রত্যেকের বাসায় গিয়ে এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস, জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা ফখর উদ্দিন রাজি, মুন্সীগঞ্জ জেলা বাইতুল মাল সেক্রেটারি আক্তার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য আ: মালেক, আহাসান উল্লাহ মণ্ডল, মাওলানা মোখছেদুর রহমান, মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, সেক্রেটারি মো: উজ্জাল হোসেন শেখ। এসময় জামায়াতে ইসলামীও ইসলামী ছাত্র শিবেরের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির প্রত্যেক পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন। তিনি বলেন, এখন থেকে আপনারা আমাদের পরিবারের সদস্য আপনাদের যেকোনো সমস্যাই আমরা আপনাদের পাশে আছি এবং যেকোনো মূল্যে এ খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park