হুজাইফা ইজরাঃ- মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজারের কাঠপট্টির ঐতিহ্যবাহী জোড়া সেতু নির্মাণের কাজ শুরু এ খালের ওপর পাশাপাশি একটি অতি পুরনো সেতু ও অপর আরো একটি পুরান সেতু পাশাপাশি রয়েছে।
যাকে সবাই জোড়া সেতু বলে থাকে এখানকার লোকজনেরা। সেটি এখন ভেঙ্গে সেখানে আরো একটি সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয় এলজিইডি কাজ শুরু করেছে।
এ বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন সদরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল আহসান। এ সেতু ভাঙ্গকে নিয়ে এখানকার সাধারণ মানুষ ও ব্যবসায়িরা উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন।
মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র মহিলা সংরক্ষিত কমিশনার ৭,৮,৯ আসমা আক্তার বলেন, এ সেতুটি বড় আকারে নির্মাণ করা হউক। যাতে পাশাপাশি দুটি বড় গাড়ি পারাপার হতে পারে।