সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে জোর করে গরু নামানোর ডাকাতিকালে নদী থেকে গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭১ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সদরের ধলেশ্বরী নদী থেকে বেপারীদের ভয়ভীতি প্রদর্শন করে নিজেদের হাটে গরু নামানোর ডাকাতি চেষ্টাকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি।

এসময় নদীতে যাতায়াতে ব্যবহৃত ট্রলারসহ জব্দ করা হয় গরু বেপারীদের ভয় দেখানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঠের স্ট্যাম্প।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদী থেকে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, মিরকাদিম হাটের হয়ে গরু নামানোর কাজ করছিলেন তারা।

গ্রেপ্তার কৃতরা হলেন, মো: শুভ (২৬), আলিফ (২২), আকমল মৃধা (৪৫), মো: করিম (৩৬)। তাদের সবার বাড়ি মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকায়।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন গরুর হাটে পশু সরবরাহ নির্বিঘ্ন করতে ধলেশ্বরী নদীতে নৌ পুলিশের তদারকি চলছিলো। দুপুরে অর্ধশত গরু নিয়ে হাটের উদ্দেশ্যে যাতায়াতরত একটি ট্রলার আটকে নিজেদের হাটে নামানোর চেষ্টাকালে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park