সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

নিজের বাড়িতেই রহস্যজনক মৃত্যু জনপ্রিয় গায়িকা মল্লিকা রাজপুত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১২ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ আত্মহত্যা করেছেন খ‍্যাতনামা সঙ্গীতশিল্পী মল্লিকা রাজপুত। সূত্রের খবর, শিল্পীর মৃতদেহ তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ভারতের উত্তরপ্রদেশ রাজ‍্যের সুলতানপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আত্মহত্যা করেছেন মল্লিকা রাজপুত ওরফে বিজয়লক্ষী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) কোতোয়ালি নগরের সীতাকুন্ড এলাকার ওই বাড়িতে ভেতরের ঘরের ফ‍্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রীর মৃতদেহ।

এই ঘটনায় কার্যত হতবাক গায়িকার পরিবারের মানুষেরা। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পঞ্চায়েত নামা পূরণ করে ময়নাতদন্তের জন‍্য পাঠায়। এই গোটা ঘটনায় পুলিশ অফিসার শ্রীরাম পান্ডে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park