সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :

শিলচরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ৪৬ তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহা মহোৎসব পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহা মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ বিহারের ৪৬ তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ‍্যমে পালন করা হল। শনিবার (১০ ফেব্রুয়ারি) ২ দিন ব‍্যাপী উৎসবের সূচনা হয়। উৎসব উদ্বোধন করেন শিলচর সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী চম্পক দত্ত (এসপিআর)। রবিবার (১১ ফেব্রুয়ারি) ব্রাক্ষ মুহূর্তে নহবৎ, ঊষা কীর্তন, সকাল ৫টা ৫৩ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, প্রনাম, নামজপ ও শ্রীশ্রীঠাকুরের সদগ্রন্থাদি পাঠ করা হয়।

সকাল ৮টায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা করা হয় পরে সমবেত প্রার্থনা, ৯টা ৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা, শ্রীশ্রীবড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় কলকাতা থেকে “মেহবুবা” নামের ২০ জনের ব‍্যান্ডপার্টির দল এতে অংশগ্রহণ করেন।

কমিটির কর্মকর্তারা জানান, শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা ও শ্রীশ্রী বড়দার পূর্জা ও ভোগরাগ নিবেদন, ভক্তদের মধ‍্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দ্বারা সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ‍্য দিয়ে এই ২ দিনব‍্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হল। তন্মধ্যে এদিনে হাইলাকান্দি সৎসঙ্গ বিহার শ্রীমন্দির ও ঘাড়মোরা সৎসঙ্গীদের সহযোগিতায় পৃথক পৃথক শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহা মহোৎসব উদযাপিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park