সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ শুটিং করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে জরুরিকালীন ইউনিটে ভর্তি করা হয়েছিল। রবিবার (১১ ফেব্রুয়ারি ) জানা গেছে, সুস্থ রয়েছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে প্রকাশ, শুটিং চলাকালীন সময়ে অভিনেতার মাইল্ড স্ট্রোক হয়েছিল। এতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তবে তিনি এখন অনেকটাই ভাল। মিঠুন চক্রবর্তীকে শনিবার (১০ ফেব্রুয়ারি ) সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে মস্তিষ্কের নিচের অংশের এমআরআই করা হয়। এবং পাশাপাশি অন্য প্রয়োজনীয় পরীক্ষা ও রেডিওলজি করা হয়। তাতেই ধরা পড়ে তাঁর মস্তিষ্কের রক্ত ক্ষরণের বিষয়টি। তবে বর্তমানে তিনি সচেতন ও সুস্থ রয়েছেন এবং হালকা খাবার খাচ্ছেন। জানা গেছে, হাসপাতালের স্নায়ু চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রো- এন্ট্রোলজিস্ট তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়ে যাচ্ছেন। অসুস্থ অভিনেতাকে দেখতে অনেকেই হাসপাতালে ছুটে গিয়েছেন। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়ে এসে সংবাদমাধ্যমকে অভিনেত্রী দেবশ্রী রায় জানিয়েছেন, তিনি বর্তমানে ভাল আছেন।
সময়মতো হাসপাতালে নিয়ে আসায় এই বিপদ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বতর্মানে অভিনেতাকে আইসিইউ থেকে বের করে ক্যাবিনে শিফট করা হয়েছে। উল্লেখ্য, এ বছরই কেন্দ্র সরকার পদ্মভূষণ প্রাপকের তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম ঘোষণা করেছিল।