সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :

পরপর কন‍্যা সন্তান ৩ মাসের শিশুকে আছাড় মেরে হত‍্যা পাষন্ড বাবা-মাকে গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ পরপর ৩বার কন‍্যা সন্তানের জন্ম। ৩য় কন‍্যা সন্তান জন্মানোর পর থেকেই পরিবারে অশান্তি চরমে। শেষমেশ ৩ মাসের শিশুকে আছাড় মেরে হত‍্যা করল বাবা-মা।

নৃশংস হত‍্যাকান্ডটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকলে। দোষীরা হল ভাতশালার বাসিন্দা রিন্টু মন্ডল এবং বেলুয়ারা বিবি। রিন্টু কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। দম্পতির ২টি মেয়ে রয়েছে। পুত্রসন্তান না থাকায়, হতাশাগ্রস্ত ছিল ২জনেই। ৩য় বার চেষ্টার পরে ও কন‍্যাসন্তানের জন্ম হয়। তা ঘিরে প্রায়শই ২ জনের মধ‍্যে ঝামেলা হত। রবিবার (৪ ফেব্রুয়ারি ) নিজেদের বাড়িতেই সদ‍্যোজাত সন্তানকে দেওয়ালে আছড় মেরে হত‍্যা করে তারা।

বাড়িতেই ফেলে রাখে সন্তানকে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখেই প্রতিবেশীদের খবর দেন এক আত্মীয়। প্রতিবেশীরা পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাবা, মাকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক ঘন্টা জেরার পর ২ অভিযুক্তই হত‍্যার ঘটনাটি স্বীকার করে নেয়। হত‍্যার কারণও জানায় পুলিশকে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park