রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

ঝিকরগাছায় ইমাম সম্মাননা ও তাফসিরুল কোরআন মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছার মল্লিকপুরে ইমাম সম্মাননা ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর)বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামবাসি, যুবসমাজ এবং প্রবাসীদের উদ্যোগে এ ইমাম সম্মননা ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় কাজী নুর হোসেন খোকনের সভাপতিত্বে ও আরশাফ আলীর সার্বিক তত্বাবধানে এ ইমাম সম্মননা ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আরশাদুল আলম।

প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন-হযরত মাও. আসাদুজ্জামান ওসমানি (চুয়াডাঙ্গা)।দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন- মাও. মুফতি সাইফুল্লাহ বিন কোরবান।তৃতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন- হাফেজ মাও.শাকিল বিন ইসমাইল।

এছাড়া মাও.এ এইচ এম শহিদুল ইসলাম,মাও. আব্দুল আলিম,মাও. ইমদাদুল হক ও ওলামায়ে কেরামগণসহ মাহফিলে শত শত ইসলাম প্রেমী মুসলিম তাওহীদ জনতা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park