রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

মাশরিক আহমেদ ইফাজ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আহতদের স্মরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়।

এ সময় সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সদর উপজেলার সমাজসেবা অফিসার মিহির কুমার পাইকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসী) ডাঃ মো. জসীমউদ্দীন ভূইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক মো. ফরহাদ মিয়া ও নিহত পরিবারের প্রতিনিধি। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রোজেক্টরে প্রদর্শন করা হয়।

সদর উপজেলার সমাজ কল্যাণ কমিটির সহযাগিতায় নিহত ৪ পরিবার এবং আহত ৬২ জনকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park