রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি,সাত লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

হুজাইফা ইজরা, মুন্সীগঞ্জঃ- মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশ পরিচয়ে এক সোনা ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি প্রেস লেখা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে করা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। গ্রেফতার ব্যক্তিরা হলেন— রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন (৪২), সুজন (৩০) ও সমির হোসেন (৪২)। তারা সবাই আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামে ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে নবাবগঞ্জ বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়েন। পরে স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নেন। এ ঘটনায় একই দিন সিরাজদীখান থানায় মামলা করা হলে অভিযানে নামে পুলিশ।

ঘটনার ১২ দিনের মাথায় রোববার (০৩ নভেম্বর) তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ-ঢাকা থেকে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park