রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা বিএনপি’র মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

ছামিউল আলম সোহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ-
শেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর জেলা বিএনপি। আজ ২ নভেম্বর শনিবার সকালে শেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মাধবপুরে সাধারণ সম্পাদকের বাসভবনের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল, প্রধান আলোচক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।

বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ পলাশ,থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, খাইরুল আলম , জাহিদ হাসান, মোঃ সামসুজ্জামান, আলী আকবর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আপনাদের শিক্ষকদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় এসেছে। কিন্তু এখন আর এটার সুযোগ নেই। দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। সবাই যার যার মত প্রকাশ করবে এবং স্বাধীনভাবে নিজেই নিজের ভোট দিতে পারবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা শেরপুর জেলা বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি মাঠে ময়দানে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে দেশের মানুষকে সঠিকভাবে তৈরি করার প্রধান মাধ্যম। বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহার করে অপরাজনীতি করেছেন, ভোট ডাকাতি করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাজ ছিল কমল মতি ছাত্রদের মেধা গঠন করা, দেশ প্রেমিক বানানো। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দিবস পালনে ব্যস্ত রেখেছেন। কিন্তু বর্তমান সময়ে এটা চলবে না। শিক্ষকদের ক্লাসে ফিরে যেতে হবে। শিশুদের মেধাবিকাশ এবং দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে।

বর্তমান সময়ে অভিভাবকরা তাদের বাচ্চাদের সরাসরি মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, তবে মাদ্রাসায় দেওয়ার আগে প্রত্যেক শিশুদের প্রাথমিক শিক্ষা নেওয়া উচিত। এই লক্ষ্যে আপনাদের প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। আপনাদেরকে এখন থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দরা আপনাদের পাশে রয়েছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানু।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park