রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারের নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে ১ নভেম্বর-২০২৪ ইং তারিখ শুক্রবারে জাতীয় যুব দিবস পালিত হয়। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, সফলতা সনদ বিতরণ, প্রশিক্ষণ সেন্টারে ২৪ টি বৃক্ষরোপণ, আত্মকর্মী ও উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মো. ইকবাল নাসির সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার ও মো.হাসানুজ্জামান প্রশিক্ষক কম্পিউটার। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ নুর উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার, মোঃ মহসিন অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সালাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুজিব,জেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক ও সিনিয়র সাংবাদিক বক্সী ইকবাল, সভাপতি-মৌলভীবাজার প্রেসক্লাব। এ সময় অন্যান্য স্থানীয় সাংবাদিক সহ আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোঃ আনিসুল ইসলাম আশরাফী ও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে আরো বক্তব্য রাখেন,সফল আত্মকর্মী মো: ফজলুল হক সোহাগ কম্পিউটার প্রশিক্ষণার্থী, সফল সংগঠক হোসেন আহমদ সভাপতি হাকালুকি যুবসংঘ, সমন্বয়ক প্রতিনিধির পক্ষে বক্তব্য রাখেন, সুমন কম্পিউটার প্রশিক্ষণার্থী,জাকারিয়া হোসেন ইমন।

আলোচনা শেষে আত্মকর্মী ও উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন অংকের যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park