রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ- “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক দেবন্দ্রনাথ দেবেন্দ্রনাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস মোঃ নুরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন মোসাঃ তানিয়া বেগম,মতিউর রহমান, মোঃ গাজী প্রমুখ।

বক্তারা সময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম, সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, মিজানুর রহমান,সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক, আওয়াল, ফুলেরা বেগম সহ বিভিন্ন সমবায়ের সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park