সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার ভেড়ামারা থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি হতবাক পুলিশ ও জনতা

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ- কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এমন খবরে হতবাক পুলিশ ও সাধারণ জনতা। এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়া হয়। গাড়িগুলোর মালিকরা হলেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ। তারা থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে কাজ করছিলেন। কাজ শেষে ফিরে দেখতে পান মোটরসাইকেল ৩টি নেই।

মোটরসাইকেলের ঘাড় লক করা থাকলেও চোর দলের সদস্যরা আনলক করে তাদের ১৫০সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে। অথচ পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। থানা কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই চিন্তার বিষয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে অভিযান শুরু করেছে।

দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park