রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ- কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি টিম চিলমারী থানাধীন সরকারি আশ্রয়ন প্রকল্পের অব্যবহৃত ঘরের ভিতর জুয়া খেলার সময় ৮জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃত আসামি, চিলমারী সরকার পাড়া মদাফত এলাকার রেজওয়ান আলী (৪৮), উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুল মিয়া (৬৬), চিলমারী বহর এর ভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), উলিপুর পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬),  মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫), চিলমারী কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উচা ভিটা এলাকার মোহাম্মদ নূরনবী দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জুয়া খেলার সরঞ্জাম সহ জুয়া কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত বিষয়ে চিলমারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park