মোঃ ছামিউল আলম সোহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ- শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সদ্যসমাপ্ত করা প্রশিক্ষণার্থী যুবক-যুবনারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুর মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়, এবং যুব ঋণ বিতরণ ও সনদপত্র বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ জেবুন নাহার শাম্মী প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ শেরেপুর, ও মোহাম্মদ তোফায়েল আহাম্মেদ উপসচিব, উপ পরিচালক স্থানীয় সরকার, শেরপুর ও প্রশাসক শেরপুর পৌরসভা, আরও উপস্থিত ছিলেন রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি ডায়বেটিক হাসপাতাল, সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সহকারি পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুর।
আলোচনা সভা শেষে যুবক-যুবনারীর মাঝে যুবঋণ তিন লক্ষ টাকা বিতরণ করা হয়। তাছাড়া সদ্যসমাপ্ত করা প্রশিক্ষণার্থী যুবক-যুবনারীদের হাতে সনদপত্র তুলেদেন অতিথিবৃন্দ।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মরত সংবাদকর্মীগন, জেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষিত যুবক-যুবনারীরা ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দলনের সমন্ময়ক নাহিম আহাম্মেদ নিলয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি তরফদার মাহমুদুর রহমান শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন।
অন্যদিকে এই দিবসটি উদযাপন উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।