সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোনা পূর্বধলায় বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

সাগর আহমেদ জজ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা-ভাঙ চুর, মালামাল লুটপাট এবং প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোছাঃ রোজিনা আক্তার (৪২) নামে ভুক্তভোগী নারী। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের সাইদুলের স্ত্রী।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পূর্বধলা বাজারস্থ পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের এনামুল (৪০), মোজাম্মেল (৪৫), আইনুল হক (৫০), ইজাজুল (৩০), আরিফুল (২৫), তকদীর (৪০), চম্পা (৪০), ঝুমা (৩৯) ভুক্তভোগীর নিকটাত্মীয়। পারিবারিক বিরোধের জেরে উল্লিখিত লোকদ্বয় পূর্ব থেকেই মারধর ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর শনিবার রোজিনা আক্তারের বসতবাড়িতে হামলা চালিয়ে পূর্বে কেনা ইট, নগদ ২৫০০০/- টাকা, ফ্যান, গ্যাস সিলিন্ডার সেট, ঘরে থাকা চাল, খাট, আসবাবপত্র সহ আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি যারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন তাদের শাস্তির দাবি জানান। এছাড়াও নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে রোজিনা আক্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত এনামুল জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে যা হবার হবে। এটি সামাজিকভাবে মিমাংসা সম্ভব নয়।

অভিযোগের বিষয়ে জানতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ জনাব রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park