সুজন চক্রবর্তী, আসাম ভারত প্রতিনিধিঃ- আলোর উৎসব দীপাবলিতে পুড়ল ভারতের রাজধানী দিল্লি। দীপাবলির রাতে দিল্লির ৩২০ টি জায়গায় আগুন লেগে গেল। ১ দিনে এতগুলো অগ্নিকান্ডের ঘটনার নজির নেই গত ১০ বছরে। দিল্লির দমকল বিভাগ সূত্রে প্রকাশ, রেকর্ড অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৩ জনের।
আগুনে ঝলসে গুরুতর আহত ১২ জন। তবে দমকল বিভাগের সক্রিয়তায় আগুন ছড়িয়ে পড়েনি। দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ৩১ অক্টোবর রাত থেকে ১ নভেম্বর পর্যন্ত সবমিলিয়ে ৩২০টি জায়গায় আগুন লাগার খবর এসেছে ফায়ার ব্রিগেডের কাছে। গত কয়েকবছরের তুলনায় এবার অগ্নিকান্ডের সংখ্যা লাফিয়ে বেড়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যাটি ৫৩ শতাংশ বেশি। রাজধানীর নানা প্রান্তে অগ্নিকান্ডের জেরে ৩ জনের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। জানা গেছে, ফ্ল্যাটে বন্দি থাকা অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কয়েকটি পোষ্যের ও। তবে চলিত বছরে দীপাবলি উপলক্ষে বাড়তি বাহিনী মোতায়েন করেছিল দিল্লির দমকল বিভাগ। তার জেরেই আগুন লাগলেও সেটা খুব বেশি জায়গায় ছড়াতে পারেনি।