রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ- কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের পদ্মানদীতে দূর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজের ৩৬ ঘন্টা পর সদরুল ইসলাম নামের এক এএসআই’র মরদেহ উদ্ধার করেছেন খুলনা ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা তিনটার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মানদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্য নদীপথে গিয়ে অবৈধভাবে ইলিশ শিকারীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশের নৌকায় হামলা করে দূর্বৃত্তরা । হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মক ভাবে আহত হন এবং তাদের সাথে থাকা দুজন ইউপি সদস্য সহ বাকী পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল ইসলাম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে সক্ষম হননি। খুলনা ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল তিনটার দিকে সদরুল নামের সহকারী উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছেন।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, খুলনা ডুবুরি দল ও তারা যৌথভাবে অভিযান চালিয়ে সদরুল ইসলাম নামের পুলিশ সদস্যকে উদ্ধার করেছেন এবং আরেকজন পুলিশ সদস্যকে উদ্ধারের চেষ্টা চলছে।