সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যানারেই শেষ বিশ্ব হাত ধোয়া দিবস

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

নুর হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস ব্যানারেই সমাপ্ত করেছে উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা। ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস ধার্য্য থাকলেও কমলনগরে চিত্র ভিন্ন।

২৮ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে একটি ব্যানার আর পাশ্ববর্তি একটি প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী এনে ব্যানার ধরিয়ে ছবি করেই সমাপ্ত করেন অনুষ্ঠান।

কিন্তু ব্যানারে চোখ পড়লে দেখা যায়, বিশ্বহাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোঁয়া প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠান এবং উক্ত অনুষ্ঠান উপজেলা স্পন্দন কক্ষ লিখা থাকলেও বাস্তবে স্পন্দন কক্ষে কোন আলোচনা সভা হয়নি।

এসময় অফিসের সামনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস শিক্ষার্থীদের হাত ধোয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাকিবসহ কয়েকজন শিক্ষার্থী ছাড়া উল্লেখযোগ্য কোন ব্যক্তির উপস্থিতি চোখে পড়েনি।

গত ২০২২ সালে উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাকিব যোগদানের পর থেকে সরকারি কোন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেনি এ ছাড়াও সাবেক সংসদ সদস্যদের বরাদ্দের গভীর নলকূপ স্থাপনেও রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ।

উপজেলা সহকারী প্রকৌশলী মো. রাকিব বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ তারিখে ধার্য্য থাকলেও সময় সল্পতার কারনে করা হয়নি। আলোচনা অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, সকাল ১০টায় স্পন্দন কক্ষে আলোচনা সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা যথা সময়ে উপস্থিত হতে না পারায় আলোচনা অনুষ্ঠিত হয়নি।

এ বিষয়ে কথা বললে লক্ষ্মীপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিলকিস বেগম জানান, আমি ঢাকায় আছি। কালকে অফিসে এসে বিষয়টি দেখবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park