সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

মধুপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত

আঃ হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে বিকেল ৩ টা হতে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মধুপুর অডিটোরিয়ামে সমবেত হতে থাকে। পরে অডিটোরিয়াম থেকে একটি বিশাল র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়ামে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা যুবদলের আয়োজনে মধুপুর অডিটোরিয়াম হল রুমে বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী।
উক্ত অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক আহবায়ক মারফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আব্দুল মান্নান ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিন্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুস ছালাম খান, সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম, সাবেক পৌর যুবদলের আহবায়ক মিনজুর রহমান নান্নু, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আঃ রহমান, সাবেক পৌর মহিলা দলের সহ-সভাপতি সোনিয়া আকন্দ, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান হানিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সরকার মনি এবং মিডিয়া সহায়তায় ছিলেন, সাবেক উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান আসিফ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park