সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পঠিত

আব্দুর রশিদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ- ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াত শিবিরের ওপর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে ও অপরাধীদের বিচার দাবিতে বিক্ষোভ ও জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।

সোমবার (২৮-ই অক্টোবর)দুপুর সাড়ে ৩ টায় ডোমার হাইস্কুল মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ  শেষে স্থানীয় বাটার মোড়ে জনসভায় মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমেদুল হক মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমীর সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ভয়াল ২৮ অক্টোবরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মমভাবে জামায়াত-শিবিরের ১৮ জন নেতাকর্মীকে হত্যা করেই ক্ষান্ত হননি। তারা মৃত্যু ব্যক্তির উপর নৃত্য করে উল্লাস করেছিল। ২৮ অক্টোবর হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

তিনি আরো বলেন,আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, আওয়ামী লীগ শুধু জামায়াতকে হত্যা করেই ক্ষান্ত হননি তারা বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে উল্লাস করেছিল।

এ সময়,জামায়াতের পৌর সভাপতি নুর কামাল, সেক্রেটারী সোহেল রানা, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবু বক্করসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতার্মীরা জনসভায় বক্তব্য রাখেন।

উল্লেখিত,২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াত-শিবির নেতা কর্মীদের উপর আওয়ামীলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে বর্বরচিত হামলা চালায়। এতে অন্তত জামায়াত শিবিরের ১৪ জন শহীদের পাশাপশি শতাধিক নেতা-কর্মী আহত হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park