জাবির আহমেদ জিহাদ, জামালপুর জেলা প্রতিনিধিঃ- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনার জড়িতদের বিচারের দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে ইসলামপুর থানা মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা খন্দকার লিয়াকত আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন জামালপুর জেলার কর্মপরিষদের সদস্য রশিদুজ্জামান, ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মাওলানা আমজাদ হোসেন, পৌর জামায়াতে ইসলামী সভাপতি আবু মূসা এবং ইসলামপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহসান উল্লাহ।
বক্তারা বলেন, ২০০৬ সালের হামলায় নিরীহ মানুষের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল, তার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। তারা দাবি করেন, সরকারের উদাসীনতা এবং হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা সমাজে অশান্তি সৃষ্টি করছে। বক্তারা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত অবিলম্বে সঠিক তদন্ত করে আসামিদের বিচারের আওতায় আনা। সমাবেশটি জামায়াতে ইসলামী’র নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
প্রোগাম শেষে ডাক বাংলোতে ২০০৬ সালের ঘটনা পজেক্টরে দেখানো হয়।