রায়হান উদ্দিন, ফেনী জেলা প্রতিনিধিঃ- শুক্রবার বিকালে ভূঞাঁবাজার চর চান্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৫ নং ও ৬ নং ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় ৬নং ওয়ার্ড সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন ৫নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম রায়হান।
প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আবু বক্কর ছিদ্দিক মানিক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম মাসুদ। চর চান্দিয়া ইউনিয়নের আমীর মোঃ মজিবুর রহমান।
ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি ইঞ্জামুল হক,দক্ষিণ শাখা সভাপতি আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সভাপতি আজহার উদ্দিন জাপর, ৬নং ওয়ার্ড সেক্রেটারি আবু ইউসুফ, ৭নং ওয়ার্ড সভাপতি ক্বারী ইব্রাহিম খলিল,সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান লোকমান ৯নং ওয়ার্ড সভাপতি হেদায়েত উল্লাহ, সেক্রেটারি মাওলানা মোবারক হোসন ২ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইসমাইল সহ ওয়ার্ডের সর্বস্তরের জনশক্তি।