সামিউল আলম, শেরপুর জেলা প্রতিনিধিঃ- শেরপুরের নালিতাবাড়ীতে ১৮ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৩ অক্টোবর) রাতে নালিতাবাড়ীর ছাইচাকুড়া এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, সীমান্তে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১৪ (সিপিসি-১ জামালপুর) এর একটি আভিযানিক দল গত ২৩ অক্টোবর রাতে নালিতাবাড়ী উপজেলার ছাইচাকুড়া এলাকায় তল্লাশি চালিয়ে জয়দেব কুচ (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় উপস্থিত লোকজনের সামনে আটককৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে তার হেফাজত হতে ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
জয়দেব নালিতাবাড়ীর খলচান্দা গ্রামের বাধন কুচর ছেলে।
আটককৃত আসামি জয়দেব কুচকে নালিতাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।