সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা পর্যায়ে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ে কর্মশালা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

মোঃ আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ে জেলা কর্মশালা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকা এর আয়োজনে মৌলভীবাজার পৌর শহরের একটি হোটেলের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের মনিটারিং অফিসার আব্দুল মন্নানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা-২ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিম নগর সিলেটের অধ্যক্ষ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক শামাছু উদ্দিন আহমদ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক রকিব উদ্দিন প্রমুখ।

কর্মশালায় কৃষি অঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি উদ্যক্তা, সংবাদকর্মী সহ কৃষান/কৃষাণী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park