সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পঠিত

স.ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভাব সিদ্ধান্তমতে গতকাল ২৪ অক্টোবর সকাল ১০ ঘটিকা থেকে দ্বিতীয় দিনের মতো জেলা প্রশাসন চট্টগ্রামের নেতৃত্বে সিএমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি., পরিবেশ অধিদপ্তর, BAPA, BELA সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালীর ছড়া খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের নিমিত্ত যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের দ্বিতীয় দিনে আকবরশাহ থানা এলাকার হারবাতলী থেকে উজানের দিকে বায়েজিদ লিংক রোড পর্যন্ত কালীর ছড়া খালের শাখা-প্রশাখাসহ প্রায় পাঁচ কিলোমিটার (পূর্বের দিনের এক কিলোমিটারসহ) অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। দুই দিনের উচ্ছেদ অভিযানে ছোট বড় বিভিন্ন ধরণের প্রায় ৭০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে গরুর খামার, গুদামঘর, আবাসিক প্লটের সীমানা প্রাচীর, বসতঘর, শৌচাগার, দোকানসহ বিভিন্ন ধরণের সেমি পাকা ও পাকা স্থাপনা। অভিযানে মোট টি অবৈধ ২৮টি বিদ্যুৎ সংযোগ, ০৮টি পানির সংযোগও স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সার্বিক সমন্বয় ও নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন অভিযানে একটি টীমকে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের পক্ষে অভিযানের সার্বিক কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ।

স্থানীয়দের অভিমত, চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত দুই দিনের এই যৌথ অভিযানে সকল স্টেক হোল্ডার সংস্থার সক্রিয় অংশগ্রহণ পরিবেশ রক্ষায় স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখবে। জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রাম পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park