সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে ছাত্রলীগ দুই নেতা কারাগারে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পঠিত

স.ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলো- পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল তিতা গাজীর বাড়ির আবদুল মজিদের ছেলে পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরাফ উদ্দিন (২৪), উত্তর গোবিন্দরখীল হাদু চৌধুরীর বাড়ির ফোরক আহমদের ছেলে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হারেক হাসান সজীব (২৮)

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবকে গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানোর সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়।
আর শরাফ উদ্দিনকেও সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানো, বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর-লুটপাট, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের পৃথক চারটি মামলায় এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে দুই ছাত্রলীগ নেতার পরিবার দাবি করেছে পুলিশ তাদের মিথ্যা মামলায় আটক করছে। তাদের দ্রুত মুক্তির দাবি জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park