ইমরান মাতুব্বর, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জের মুকসুদপুরে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে আবু সরদার (৭৫) নামে এক ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ ২৫ নভেম্বর সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার পূর্ব কহলদিয়া গ্রামের বাসিন্দা, সম্পর্কে তিনি কিশোরীর প্রতিবেশী দাদা হন।
মামলা সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব কহলদিয়া গ্রামের দরিদ্র পরিবারের ১২ বছর বয়সের কিশোরীর বাবা বাড়ীতে ধান কাটার জন্য হাট থেকে কৃষক ক্রয় করে বাড়ীতে আনেন বাড়ীতে ঘুমানোর জায়গা না থাকায় পর্শ্ববর্তী দাদা আবু সরদারের বাড়ীতে ঘুমাতে পাঠান মেয়েকে। গত ১৩ এপ্রিল ২০২৪ রাতে আবু সরদার ওই কিশোরীকে কয়েকবার ধর্ষন করে ভয়ভীতি দেখায় গত ১৭ অক্টোবর ওই মেয়েরটির শারিরিক পরিবর্তন ঘটলে তার পরিবারকে জানায় প্রায় ৬ মাস আগে আবু সরদার জোর করে ধর্ষন করেছে তাই অন্তঃসত্বা হয়ে পড়েছে।
শিশুটির ফুফু সনিয়া বেগম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাই।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মুঠোফোনে জানান শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা রেকর্ড হলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য আবু সরদার গত তিন বছর আগে তার এলাকার একজনকে ধর্ষণ করেছিলেন। কিন্তু মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মামলা করেননি।