রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে  কন্ট্রোল রুম খোলা এবং ১০১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও  দূর্যোগ চলাকালীল ও পরবর্তী সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য সিপিপিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে ।

জরুরী সভায় উপস্থিত ছিলেন,নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মহসিন কবির মৃধা, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার, জনস্বাস্থ্য কর্মকর্তা সাথী বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, দৈনিক আমর সংবাদ এর প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, বেসরকারি সংস্থার ভার্ক সমন্বয়কারী মোহসীন তালুকদার, জাগোনারীর শাহিন আহম্মেদ, ফরিদ উদ্দিন প্রমুখ।

এদিকে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি মাঝে মাঝে দমকা বাতাস বইছে, নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park