ইমরান মাতুব্বর, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নারীর মরা দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪অক্টোবর) বিকালে মুকসুদপুর উপজেলার কাসালিয়া ইউনিয়নের বেতগ্রাম (চান্দার বিল) এলাকায় পানিতে মরা দেহ বাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে মুকসুদপুর থানার এস আই শামীম আল মামুন সঙ্গীয় ফোর্স এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় অজ্ঞাত নারীর মরা দেহ উদ্ধার করেন।খবর লেখা পর্যন্ত ওই নারীর নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, উপজেলার বেতগ্রাম নামক স্থানে চান্দার বিল এলাকায় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে মরা ডিউটি উদ্ধার করা হয়েছে কিন্তু ওই নারীর নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি, মরা দেহটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গ প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।