আশিকুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধিঃ- দীর্ঘ ছুটির অবসানে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আবারও শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠেছে। দুর্গাপূজা ও ফাতেহা-ই- ইয়াজদাহাম উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। আর আগামী সোমবার থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল। একইসঙ্গে ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্লাস কার্যক্রমও বন্ধ ছিল। তবে এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খোলা রাখা হয়।
নতুন সেশনের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানিয়েছেন, “আমরা আশা করি নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে সফল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।”