মাহফুজুর রহমান রাফি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নে বাংলাদেশ জামায়তে ইসলামীর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইথল ইউনিয়ন শাখার সভাপতি ডা: রুকন তালুকদারের সভাপতিত্বে এ অফিস উদ্বোধন করা হয়।
সেই সাথে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল হোসেন সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখা, বিশেষ অতিথি মাওলানা এমদাদুল হক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখা, বিশেষ মেহমান হিসেবে ছিলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তালেব শূ'রা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখা, সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ছাইদুল ইসলাম শূ'রা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পাগলা থানা শাখা।