নুরনবি হাসান, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁয় পৃথক দুটি স্থানে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মেছের আলী (৫৪) ও মাহফুজা (৫১) নামের দু’ জনের মৃত্যু হয়েছে। এসময় নিহত মাহফুজার স্বামী সেকেন্দার আলী গুরুতর আহত হোন। সোমবার দুপুর দের টারদিকে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর এলাকায় ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে দূর্ঘটনাস্থলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহফুজার মৃত্যু হয় এছাড়া একই দিন দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় মহানগর কলেজ এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মেছের আলী নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়। নিহত ভ্যান চালক মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে এবং নিহত মাহফুজা নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর মোল্লাপাড়া গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। জানা যায়, সোমবার দুপুরে মেছের আলী নিজ চার্জার ভ্যানে তার স্ত্রী রুবি বেগমকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হোন এবং বালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে মহানগর কলেজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মেছের আলীর মৃত্যু হয়।
অপর দিকে আজ নিহত মাহফুজা তার স্বামী সেকেন্দার আলীর সাথে সদর উপজেলার চন্ডিপুর থেকে রানীনগরে মোটরসাইকেল যোগে বেড়ানোর জন্য যাচ্ছিলেন। পথে চন্ডিপুর পান্নাতপুর এলাকায় গেলে পিছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন তারা রাস্তায় সিটকে পড়ে যায়। সে সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই মাহফুজা মৃত্যুবরণ করেন এবং নিহতের স্বামী সেকেন্দার আলী গুরুতর যখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
পৃথক দু’ স্থানে দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ও মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান।