রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :

রংপুরের কাউনিয়ায় সবুজ কিশোর সংগঠনের এডহক কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫ বার পঠিত

শরিফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধিঃ- ফুটবল খেলায় হারানো গৌরব ফেরাতে রংপুরের কাউনিয়ায় ঐতিহ্যবাহী সবুজ কিশোর সংগঠন এর এডহক কমিটি গঠন ও মতবিনিময় সভা গত রোববার রাত ৯টায় উপজেলার তকিপল হাটে স্পার্ক কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সবুজ কিশোর সংগঠনের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিষ্ঠাতাদের মধ্যে বক্তব্য রাখেন- কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, স্থানীয় মো. শাহ্জাহান, ব্যবসায়ি শাহ্জামাল, প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন দুখু, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ব্যবসায়ি শফিউল আলম মুক্তি, মেহের আলী ও সোহেল রানা।

সহকারি শিক্ষক তারিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- পল্লী চিকিৎসক জিয়াউর রহমান সোহেল, ব্যবসায়ি আমজাদ হোসেন, ছাত্রনেতা হেমায়েতুল ইসলাম প্রত্যাশা ও আপনসহ অনেকে। পরে উপদেষ্টা পর্ষদ গঠন শেষে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমান সোহেল আহবায়ক, সোহেল রানা যুগ্ম আহবায়ক ও আমজাদ হোসেনকে সদস্য সচিব হিসেবে ১৮ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়। এসময় সবুজ কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park