সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে ৩ মালয়েশিয়া প্রবাসী কারখানায় বিস্ফোরণ দুর্ঘটনায় মৃত্যূ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার পঠিত

মাশরিক আহমেদ, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মালয়েশিয়ায় কর্মস্থলে বিস্ফোরণ মৃত্যু হয়েছে মুন্সীগঞ্জের ৩ ব্যক্তির। এরা সবাই মুন্সীগঞ্জ পৌরসভার বাসিন্দা। রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে পর্যায়ক্রমে মারা যান তারা। রোববার বিকালে খবর সংগ্রহে নিহতদের বাড়িতে গেলে স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠে আশপাশের পরিবেশ।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রমজানবেগ এলাকার রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী (৪২), ওই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)। গত শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জব্বার আলী, পরদিন শনিবার ভোররাতে আবু তাহের ও আজ রোববার বিকাল ৫টার দিকে মৃত্যু হয় সালামের। তবে নিহতদের মরদেহ এখনো দেশে আসেনি।

আশ্বাস দেন পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) একাধিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা ওই তিন শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন জনেরই মৃত্যু ঘটে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে একটি জাতীয় গণামাধ্যম সূত্রে জানা গেছে। দ্রম্নততার সঙ্গে মরদেহগুলো দেশে প্রেরণের আপ্রথম ম এএসএম জাহিদুর রহমান।

তিনি জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানিসচিব শ্রছ র কাথেকে নিহতদের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিক্ষ থেকে শনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park