সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

ওসমান গনি,বান্দরবান জেলা প্রতিনিধিঃ- আজ আনুমানিক ভোর ১টা হতে ৩ ঘটিকার মধ্যে বান্দরবান জোন সদর হতে ৫০০ মিঃ উত্তরে বান্দরবান সদরস্থ রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসা হতে অজ্ঞাত চোর চক্র কর্তৃক বাসার বাহিরে গেইটের তালা ভেঙে কর্পোরাল মোঃ সজিব (৩২) সেনা সদস্যের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত চোর চক্র দুটি মোবাইল নাম্বার ০১৮৫৮-৬৯২৯১৪, ০১৮৯১-৭৮৮২২৮ হতে কল দিয়ে মোটরসাইকেল মালিকের কাছ থেকে নগদ ২০,০০০ টাকা দাবী করে। টাকা দিলে তারা মোটরসাইকেল ফেরত দিবে বলে জানা যায়। মোটর সাইকেল এর মডেল নং – ইয়ামাহা FZ-গোপালগন্জ ল-১১৭৪৪২

আনুমানিক ১:০০ ঘটিকায় ৫ ইবি জোনের রেইচা আর্মি ক্যাম্প হতে ২ কিঃমিঃ পশ্চিমে রেইচা চাকমা পাড়া এলাকায় জঙ্গলের নির্জন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে রয়েছে মর্মে এলাকাবাসী মাধ্যমে খবর পাওয়া যায়। খবর পেয়ে দুপুর ২:০০ ঘটিকায় বান্দরবান জোনের আওতাধীন ডুলুপাড়া ক্যাম্প হতে লেঃ মোস্তফা শাহরিয়ার (৫ ইবি) এর নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গমন করে মোটর সাইকেলটি উদ্ধার করে বিকাল ৩:০০ ঘটিকায় বান্দরবান সেনানিবাসে নিয়ে আসে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park