আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এর আগে ফেসবুকে সরব থাকলেও ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো স্ট্যাটাস চোখে পড়েনি। এর মধ্যে হঠাৎ রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও দেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। এতদিন আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ থেকে সরব হয়েছে তিনি।
রবিবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে খালি গলায় তাকে গান গাইতে দেখা গেছে।এতে মমতাজ, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন। ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজেনরা ফেসবুকের কমেন্ট বক্সে মমতাজ বেগম কে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন।
উল্লেখ্য, আওয়ামী শাসনকালে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ। বিভিন্ন সূত্র থেকে এতদিন দাবি করা হচ্ছিলো , জনরোষ থেকে বাঁচতে ইতোমধ্যে দেশত্যাগ করেছেন তিনি। আবার অনেকে মনে করছেন, বিদেশ পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন আছেন। তবে এখনো বিদেশ পাড়ি দেয়ার চেষ্টায় রয়েছেন।
চলতি বছরে, জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকার টিকিট পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে কুপোকাত হন মমতাজ। তার বিরুদ্ধে ইতিমধ্যেই গত, বুধবার (৯ অক্টোবর) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুলদের আদালতে শহীদ মাওলানা নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক এমপি মমতাজ বেগমসহ আওয়ামী লীগের ৫২জন নেতাকর্মী ও ৩৮জন জন পুলিশ সদস্য এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার সি আর মামলা নং ৮০১( সিং-২৪)।
এছাড়াও মমতাজ বেগমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্তীকরণ ও পদ-বাণিজ্য, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।