আঃ হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে
টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার দুপুরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে " আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বোরহান আলী, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।