সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

বোয়ালখালীতে খায়ের মঞ্জিলে হামলার প্রতিবাদে সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পঠিত

স.ম.জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- বোয়ালখালী পৌর সদরের খায়ের মঞ্জিল দরবার শরীফে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় বহদ্দারপাড়া খায়ের মঞ্জিলের সামনে এ কর্মসূচিতে অংশ নেন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

খায়ের মঞ্জিলের দরবার আজীবন সদস্য ও বিএনপির সাবেক সভাপতি মো. নুরু মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো.সিরাজুল ইসলাম।

পৌরসভা যুবদল নেতা আবদুল মান্নান সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপি নেতা মো. জহুর মিয়া, বিএনপি নেতা মো. আবুল বশর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, যুবদল নেতা মো. টিপু সুলতান, কলেজ ছাত্রদল নেতা মো. ইকবাল হোসেন এবং বহদ্দারপাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park