রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে মহানবীর অবমাননার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে সড়কে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি- ভারতে মহানবী (স:) কে নিয়ে হিন্দু ধর্মের এক প্রচারক অবমাননাকর কটূক্তির প্রতিবাদে মুন্সীগঞ্জর বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণের। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কালেক্টরেট গেট থেকে মুন্সীগঞ্জ জেলা সর্বস্তরের জনগনের ব্যানারের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের লিচুতলা ও কাচারি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বৃষ্টিপাত চলমান থাকলেও বৃষ্টিতে ভিজে মিছিল অংশনেয় নানা বয়সীয় কয়েকশতাধিক মানুষ।

মিছিলে “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান” সহ নানা স্লোগানে উত্তাল হয়ে উঠে সড়ক। পরে শহীদ মিনারের প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে সকলে। এসময় ভারতে মহানবীকে নিয়ে অবমানাকর কথা ও বিজেপির দুই বিধায়ক কর্তৃক সে সমর্থনের তীব্রনিন্দা জানায় সকলে।

বক্তারা বলেন, বিশ্বনবী পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে অবমাননা কর কোন কথা কোন মসলিম সহ্য করবে না। সকলে এর প্রতিবাদ জানায়, প্রয়োজনে মার্চ ও ইন্ডিয়ার উদ্যোগ নিবে বাংলাদেশের মুসলিমরা। সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।

এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশে মহানবীকে নিয়ে কেউ যেনো অবমাননাকর কথা না বলতে সে বিষয়ে আইন করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে বক্তরা। পরে বিশ্ব শান্তি ও অপরাধকারী শুভ বুদ্ধি উদয় কামনা করে দোয়া ও মোনাজাতে শেষ হয় কর্মসূচি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park