জারজিস আলম, মুন্সীগঞ্জঃ- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জে দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্লা এবং কামাড়খাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল বেপারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।